এসএম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর প্রতিনিধি-
শুক্রবার ২রা আগস্ট সকাল ১০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শালবাগান ও নবাবগঞ্জ মেইন রোড মোশফিকুর রহমানের বাড়ি থেকে তৈয়বপুর চৌধুরীপাড়া আমিনুর মন্ডলের বাড়ি পর্যন্ত রাস্তাটির আরসিসি ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন, বিরামপুর পৌরসভার নগরপিতা সুযোগ্য পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব আককাস আলী ।
এই আর সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজটি শেষ হলে এ এলাকার সকল মানুষের দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিলো তা সমাধান হবে বলে জানান এলাকাবাসী।
এ সময় বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ,২ নং ওয়ার্ড কাউন্সিলর নূর আলম, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক সেলিম রানা , বিশিষ্ট মাছ ব্যবসায়ী আমিনুর মন্ডল, শান্তিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লুৎফুর রহমান, সমাজসেবক সিরাজুল ইসলাম, দোকান ব্যবসায়ী মাহবুবুর রহমান, সার্ভেয়ার মনিরুজ্জামান সহ এলাকার সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উপরোক্ত রাস্তাটি উদ্বোধন কালে জানতে চাইলে বিরামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার পারভেজ বলেন, রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সুষম্পন্ন করা হবে। রাস্তাটি সঠিক ভাবে নির্মাণ কাজ করা হবে এজন্য সব সময় তদারকি করা হচ্ছে। রাস্তার কাজে কোন অনিয়ম হবে না ।
জানতে চাইলে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার কল্যাণে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে গ্রাম হবে শহর এবং উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাবো আমরা বিরামপুরবাসী। তারই ধারাবাহিকতায় পৌরসভার উক্ত ২ নং ওয়ার্ডের তৈয়বপুর চৌধুরীপাড়া এলাকার রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়। তিনি আরও বলেন, তৈয়বপুর চৌধুরীপাড়া এলাকার মহল্লাবাসীরা এই রাস্তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ শিবলী সাদিক (এমপি) মহোদয়কে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন।
মন্তব্য