মোঃশুকুর আলী, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে চিত্রাংকন,সাংস্কৃতিক,প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু মোড়ালের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদি- উর রহিম জাদিদ ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির এই দিনটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আঃ রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেনজির আহমদ মানিক( স্যার) সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিক ( তপন) বিশ্বম্ভরপুর উপজেলার প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
পরে মুক্তিযুদ্ধের বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাদি-উর রহিম জাদিদ। স্তানীয় শিল্পী দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে##
মন্তব্য