স্টাফ রিপোর্টার,মোঃশুকুর আলীঃ
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলা ৩নং ধনপুর ইউনিয়নের ঝিগাতলা বাজার থেকে পূর্ব শিলডোয়ার জামে মসজিদের সামনের রাস্তা বেহাল অবস্থা দেখে বিশ্বম্ভরপুর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (অবসরপ্রাপ্ত তহশিলদার)মৌলভীবাজার-মোঃনুরুল ইসলাম, তিনি নিজ অর্থে রাস্তাটি মেরামত করে দিলেন।
তিনি বোধবার সকালে ঝিগাতলা গ্রামের বয়োবৃদ্ধ,যুবক এবং নেতৃস্থানীয়, সবাইকে নিয়ে সর জমিনে উপস্থিত থেকে ঝিগাতলা পূর্বশিলডোয়ার মসজিদের সদস্য সহ এলাকার বিভিন্ন যুবক ও নেতৃবৃন্দ অংশ নেন,
তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। সে লক্ষে অত্র উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল,ছোট্ট বড় ব্রীজ,খালপাট, বাসের শাকু,বাজার,রাস্তার মোর (পয়েন্ট) এবং বিশেষ এলাকায় মানুষের সমর্থন আদায়ে সামাজিক কার্যক্রমে যোক্ত হচ্ছেন জনধরদী এবং সমাজ সেবক(অবসরপ্রাপ্ত তহশিলদার) মোঃ নুরুল ইসলাম।উপস্থিত বক্তব্য রাখেন মোঃআব্দুল সাত্তার,মোঃআবুল কালাম আর ও বক্তব্য রাখেন অন্য ব্যক্তিবর্গ,
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত তহশিলদার মোঃনুরুল ইসলাম, তিনি বলেন মসজিদ মাদ্রাসার কাজ করলে আল্লাহ খুশি হন। আর এই দুনিয়ার মানুষের দ্বারাই দিনের পর দিন ধর্মীয় প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চালাচ্ছেন। আমি বিশ্বম্ভরপুর উপজেলায় বাকি জীবনটা আপনাদের পাশে সুখ দুঃখে কাঠাতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
স্টাফ রিপোর্টার,মোঃশুকুর আলীঃ
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলা ৩নং ধনপুর ইউনিয়নের ঝিগাতলা বাজার থেকে পূর্ব শিলডোয়ার জামে মসজিদের সামনের রাস্তা বেহাল অবস্থা দেখে বিশ্বম্ভরপুর উপজেলা সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী (অবসরপ্রাপ্ত তহশিলদার)মৌলভীবাজার-মোঃনুরুল ইসলাম, তিনি নিজ অর্থে রাস্তাটি মেরামত করে দিলেন।
তিনি বোধবার সকালে ঝিগাতলা গ্রামের বয়োবৃদ্ধ,যুবক এবং নেতৃস্থানীয়, সবাইকে নিয়ে সর জমিনে উপস্থিত থেকে ঝিগাতলা পূর্বশিলডোয়ার মসজিদের সদস্য সহ এলাকার বিভিন্ন যুবক ও নেতৃবৃন্দ অংশ নেন,
তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন। সে লক্ষে অত্র উপজেলার বিভিন্ন মসজিদ,মাদ্রাসা,স্কুল,ছোট্ট বড় ব্রীজ,খালপাট, বাসের শাকু,বাজার,রাস্তার মোর (পয়েন্ট) এবং বিশেষ এলাকায় মানুষের সমর্থন আদায়ে সামাজিক কার্যক্রমে যোক্ত হচ্ছেন জনধরদী এবং সমাজ সেবক(অবসরপ্রাপ্ত তহশিলদার) মোঃ নুরুল ইসলাম।উপস্থিত বক্তব্য রাখেন মোঃআব্দুল সাত্তার,মোঃআবুল কালাম আর ও বক্তব্য রাখেন অন্য ব্যক্তিবর্গ,
সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত তহশিলদার মোঃনুরুল ইসলাম, তিনি বলেন মসজিদ মাদ্রাসার কাজ করলে আল্লাহ খুশি হন। আর এই দুনিয়ার মানুষের দ্বারাই দিনের পর দিন ধর্মীয় প্রতিষ্ঠান যুগ যুগ ধরে চালাচ্ছেন। আমি বিশ্বম্ভরপুর উপজেলায় বাকি জীবনটা আপনাদের পাশে সুখ দুঃখে কাঠাতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।
মন্তব্য