স্টাফ রিপোর্টার,মোঃশুকুর আলীঃ
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের তালেরতল গ্রামের মৃত জাহান আলী মড়লের ছেলে জনদরদী, তরুন সমাজ সেবক,গরিবের বন্ধু,আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ,(অবসরপ্রাপ্ত তহশিলদার) জননেতা মোঃ নুরুল ইসলাম মৌলভীবাজার।
ইতি মধ্যে তিনি দেখেছেন বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড পশ্চিম চরগাও থেকে গন্ডামারা, চান্দার গাও একটি জলবহুল গ্রাম এই গ্রামের মাঝে রয়েছে জনমানব চলাচলের সরু একটি রাস্তা, সে খানে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করে। এই গ্রামটি কৃষি নির্ভর গ্রাম। কিন্তু এই বর্ষা মৌসুমী হালকা বৃষ্টি ও বাড়ি বর্জন এই সরু জলের অনুপোযোগি হয়ে পরে।
রাস্তাটি যোগাযোগের একমাত্র মাধ্যম হওয়াই এলাকাবাসীর পক্ষ থেকে কয়েকজন সুশীল নাগরিক আপনার আমার প্রাণের সম্পদ গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সমাজ সংস্কারক, উন্নয়নের রূপকার, আদর্শ সমাজ সেবক,মানবতার ফেরিওয়ালা,ত্যাগিপুরুষ, আপনার আমার দুঃসময়ের অহংকার, বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের তালেরতল গ্রামের মৃত জাহান আলী মড়লের ছেলে তরুন সমাজ সেবক আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, মোঃ নুরুল ইসলাম। ভাইকে অবগত করলে তিনি সরজমিনে উপস্থিত হয়ে এই রাস্তাটি বেহাল অবস্থা দেখে মানুষ চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য নিজ অর্থে রাস্তা মেরামত করে দেওয়ার সিদ্ধান্ত নেন, স্কুলের শত-শত ছাত্র-ছাত্রীরা,সহ এলাকার ব্যাবসায়িক গন রাস্তার জন্য খুব কষ্ট করেন। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম,
এসময় উপস্থিত আর ও বক্তব্য রাখেন তাহের আলী, রতন মিয়া,ধনু মিয়া,তোতা মিয়া প্রমুখ।
তিনি আরো বলেন, আমার বাকি জীবনটাকে নিয়ে সমাজের সামাজিক কর্মকান্ড নিয়ে বেঁচে থাকতে চাই।
মন্তব্য