সোহেল খন্দকার(ঝালকাঠি)প্রতিনিধি:ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকালে সারা দেশে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই, মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (দা.বা.)।
এই মহতী উদ্যোগের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ আল-আমিন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।
এই বৃক্ষরোপণন কর্মসূচিতে ৫ লক্ষ বৃক্ষরোপণ করাহবে প্রতিটা জেলা, উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে
শায়েখে চরমোনাই বলেন,
“গাছ লাগানো একটি ইবাদতস্বরূপ কাজ। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে।”
এই বৃক্ষরোপণ কর্মসূচি যুবসমাজের মাঝে পরিবেশ সচেতনতা জাগিয়ে তুলবে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে ইনশাআল্লাহ।
চলো গাছ লাগাই, দেশ ও দীন বাঁচাই।
মন্তব্য