তাহমিনা ইসলাম
অনেকেই হয়তো খেয়াল করে থাকবেন, আমি মূলত ‘ভাত’ পাগল মানুষ। আই মীন, আমার আজীবন ধরে তিনবেলাই ভাত লাগে। যাই হয়ে যাক, ভাতের প্রতি আমার কোনো বিতৃষ্ণা আসে না কখনো, সামান্যতমও না। বিলীভ মী, আমাকে পৃথিবীর সেরা খাবারগুলো অফার করা হলেও সব ফেলে ডেফিনিটলি আই উইল চ্যুজ ভাত। হ্যাঁ, আসলেও ভাত আমার এতটাই প্রিয়, আবেগের এবং ভালোবাসার। যাহোক একজন ছিলো, ভাতের মত আবশ্যক। দৈনন্দিন, আবেগের ও ভালোবাসার। ছিলো প্রিয়তম প্রিয়। নির্মোহ জীবনের একমাত্র পরম আকাঙ্ক্ষা ছিলো সে আমৃত্য থাকুক। কিন্তু আল্টিমেটলি থাকেনি কিংবা আমি রাখতে পারিনি। আই ফিল, ভাতবিহীন জীবন বড় বেদনার, অসহায়ত্বের এবং অধিকাংশ সময়’ই মৃত্যুসম! কি আশ্চর্য! তবু দিব্যি আছি। খাচ্ছি, ঘুরছি, এমনকি হাসছিও। অথচ ভাত ছাড়া আমার এক মুহুর্ত চলতে পারার কথা না! জীবন আসলে এমন’ই। সো মাচ রুথলেস। কারো জন্য বা কোনো কিছুর জন্য’ই থেমে থাকেনা, এক মুহুর্তও না। আই রিয়ালাইজ, কারো জীবনে আমি অথবা আমার জীবনে কেউ’ই আসলে ভাত না। আরো উপলব্ধি করি, এমন কিছু বোধহয় নেই পৃথিবীতে যা আমি করতে পারবো না এখন। কা’মন ইয়ার, ভাত ছাড়া বেঁচে আছি, ক্যান ইউ ইমাজিন!সিদ্ধান্ত নিয়েছি, যা কিছুই প্রিয় এবং আবশ্যক সে সকল কিছুই এড়িয়ে যাব, যাচ্ছিও। তারচে বড়কথা, পারছিও! টু বী ভেরী অনেস্ট, নিজেকে আজকাল মহামানব মনেহয় যদিও মহামানবিক বৈশিষ্ট্য বরাবরই ছিলো তবু এতটা টের পাইনি আগে। নিজের প্রতি অভিমান, অভিযোগ, আক্ষেপ জমে জমে পাহাড় হয়ে গেছে। যাই ঘটুক কেন জানি নিজেকেই দোষারোপ করতে থাকি। নিজেকেই বোঝাই, শাষণ করি, কখনো কখনো গলা চেপে ধরি। ইচ্ছে আর অভিমানের মধ্যকার কনফ্লিক্টে আমি ভীষণ টায়ার্ড। সিলি ওভারথিংকিং সত্যিই আর ভাল্লাগেনা। আই রিয়েলি ফিল, আমার বড় হওয়া দরকার। তাছাড়া, আমাকে ভালোবাসেনা এমন একজনও নেই আমার জীবনে। তবু মনেহয় কি যেন একটা মিসিং, কিসের যেন অভাব। আই ইউজুয়ালি আস্ক মাইসেল্ফ, হোয়াট দ্য প্রবলেম ইজ! এন্ড এভরিটাইম আই এন্ডেড আপ ফাইন্ডিং দ্যাট আমার কোনো ‘আমি’ নেই! আই রিয়ালাইজ, অল আই নীড ইজ আ তাহু। কিন্তু আফসোস, আ’ম দ্য অনলি পিছ। আই রিয়েলি উইশ,আমার একটা তাহু থাকতো!
মন্তব্য