মোঃ ইয়াসিন আহমেদ শরিফ (শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সর্বদলীয় ইসলামী ছাএ ঐক্য পরিষদের পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (৩ মে) বিকেলে শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল, মাও: রইস উদ্দিন হত্যার সুষ্ঠু বিচারের দাবী এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদের মো. নাঈম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গলের আহবায়ক মোজাহিদুল ইসলাম, শামিম আহমেদ, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন শ্রীমঙ্গলের সভাপতি এম এ রহিম নোমানি প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস উপজেলা শাখার সভাপতি নাঈম হাসান, ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি মো. সাদিকুল ইসলাম, তালামিযে ইসলামিয়ার উপজেলা শাখার সেক্রেটারি মো. সায়েল আহমেদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মোজাহিদুল ইসলাম বলেন নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে,ও ভারতে মুসলিমদের কোন নিরাপত্তা নেই, গুজরাট থেকে দিল্লি, আসাম থেকে উত্তর প্রদেশ সর্বত্র মুসলিম নিধনের উৎসবে মেতেছে উগ্র হিন্দুত্ববাদীরা, এসব বন্ধ না করলে তার পরিণতি হবে ভয়াবহ।
মন্তব্য