এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
ভালোবাসার বিনিময় ভালোবাসায় হয়-
ভালোবাসা দিলে ভালোবাসা মেলে,
না বুঝে ভালোবেসে নষ্ট করোনা সময়-
ভালোবাসা দিও ভালোবাসা পেলে…
যদি খোঁজ রুপ ভাষা ভালোবাসায়-
পাবেনা প্রকৃত ভালোবাসা জীবনে,
কাটবে সময় অনাহুত অমানিশায়-
সুখের দেখা মিলবেনা স্বার্থপর ভূবনে!
দিয়ে যাবে অবিরাম নিঃস্বার্থ ভালোবাসা-
যা করে কেবলই মানুষকে হতে মহৎ ত্যাগী,
ভালোবাসাই দেখায় মানুষকে পথের দিশা-
করেনা মোটেও লোভে স্বার্থে অনুরাগী…
জগত চলে ভালোবাসায় ও বিশ্বাসে-
তাইতো দিন-রাত্রি হয়; কাননে কলি হাসে,
পাখিরা গায় গান প্রেমে বসন্তও আসে-
স্বপ্ন রঙিন হয়ে আঁখি পাতে ভাসে ।
মুক্তচিত্তে ভালোবাসো ভালোবেসে ভালোবাসাকে-
যার জন্য মন করে বেশি-বেশি উচ্ছ্বাস,
প্রকৃত ভালোবাসা ভোগে নয় ত্যাগে থাকে-
যাচিত ভালোবাসা অনাদিকাল অন্তরাত্মায় করে বাস……
(রচনাকালঃ মহকক,২০১৩ ইং)
মন্তব্য