এ কে খান বিশেষ প্রতিনিধি
দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস পরিচালিত ঋণ কর্মসূচি ময়মনসিংহ জেলায় আরও জোরদার করার আহ্বান জানানো হয়েছে। টিএমএসএস এর জিজি এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান ৮ জুলাই মঙ্গলবার জেলার ফুলবাড়িয়া শাখা কার্যালয় পরিদর্শন কালে এই আহ্বান জানান।পরিদর্শনকালে তিনি শাখা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের সততা ও ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। তিনি উপকারভোগী সদস্যদের মাঝে ঋণ বিতরণ, খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় এবং ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ নিশ্চিত করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এছাড়া, নতুন সদস্য নির্বাচন করে তাদের মধ্যে ঋণ বিতরণ কর্মসূচি জোরদার করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।
টিএমএসএস’র ফুলবাড়িয়া শাখার ব্যবস্থাপকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ডক্টর হোসনে-আরা বেগম এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো হয়। মোঃ মাহাবুবর রহমান খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ে সদস্যদের সাথে যত্নশীল আচরণের পরামর্শ দেন। তিনি সদস্যদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা এবং সংস্থার বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগের পরামর্শ দিতেও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এ সময় শাখার এসবিএম কর্মকর্তা, বিনিয়োগ কর্মকর্তা, বিনিয়োগকর্মীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ফুলবাড়িয়া শাখা থেকে ঋণ গ্রহণের মাধ্যমে এলাকার কয়েক শত মহিলা আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। এই মহিলারা গাভী ও পশু পালন, গরু-মহিষ মোটাতাজাকরণ, কৃষিকাজ, সবজি উৎপাদন, স্যানিটেশন, ওয়াটার সাপ্লাই, গৃহস্থালি দ্রব্যাদি ব্যবসা, প্রবাসী ঋণ, রেমিট্যান্স, মুদি দোকান, ভ্যাকসিন প্রকল্প সহ নানা প্রকল্পে ঋণ নিয়ে নিজেদের স্বাবলম্বী করতে পারছেন। পরিচালক মোঃ মাহাবুবর রহমান এসব প্রকল্পে ঋণের কার্যক্রম আরও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
মন্তব্য