বগুড়া প্রতিনিধি রিপন ইসলাম।
২৯ মার্চ মহিলা শ্রমিক লীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে দক্ষিণ কাটনারপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সভাপতি ও ৪,৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ফারুক সাখিনা শিখা। শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন মিষ্টির সঞ্চালনায়, আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন মহিলা শ্রজুলি আফরিন সূচনা, জাহেরা খাতুন, রাখি আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মহিলা শ্রমিক লীগনেত্রী রেহেনা বেগম, জেবা খাতুন, কল্পনা আহমেদসহ দলের নেতৃবৃন্দ । আলোচনা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনা করে এবং শ্রমিক লীগের সকল মৃত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। দোয়া শেষে কেক কর্তন করা হয় এবং অর্ধ শতাধিক মহিলা নেতা কর্মীদের মাঝে ইফতার বিতরন করা হয়।
মন্তব্য