এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
আজকের শুভ ক্ষনে যাচি প্রার্থনা দরবারে যে তার-
কল্যান যত কর দান মাবুদ প্রিয় পরিচিত যে আমার,
করো তুমি মহত্ব দান তারে জীবনের পথ পরিক্রমায়-
তার স্পর্শে সমাজে যেনো কল্যাণে গতিধারা পায়!
তারে তুমি উদারতার বীনায় করো আরে অধিক প্রিয়-
প্রেরণায় করো মহিয়সী চিত্ত চেতনায় বরকত দিও,
ভরে উঠুক তার বোধের বৃক্ষ ফুল-ফসলে সুবাসিত-
যেনো না দেখি প্রভূ কখনও তারে দুঃখে পরাজিত!
ওগো মাবুদ করো তারে তুমি কদর্য কৃতকর্মে দান-
উচ্ছ্বাস থাকে সদা তার জীবনে চলতে ন্যায়ে সুমহান,
প্রত্যাশার আকাশে অমানিশার চাঁদ যেনো না ওঠে-
তোমার সানিধ্য ধন্য জীবনে রোজ যেনো ফুল ফোটে।
তারে যদি তুমি বাসো ভালো…কে তোমারে কি বলবে-
দয়া-দাক্ষিন্যে যে তোমার সে পোক্ত পরিনত পথে চলবে,
করো হে আল্লাহ পাক মেধা-মনন দান নিরলস পরিশ্রমে-
চতুর্দিকে জয়ধ্বনি প্রচারিত হোক মাফিয়া ময়না নামে।
হয় যেন সে; সেরাদের সেরা কাজের গতিতে আবহমান-
কর্মচাঞ্চল্যে দান করো তারে শক্তি সাহসে প্রজ্ঞায় মহান,
প্রীতি-প্রয়াস,প্রার্থনা-আরাধনা সব হোক তার তব কৃপায়-
যত চাওয়া-পাওয়া জন্মদিনে সবই তার প্রতি শুভ কামনায়!
মন্তব্য