ক্রাইম রিপোর্টার জয়:
মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নদী,
খাল,জলাধার সংরক্ষণ করে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলা হবে: গাসিক এর মাননীয় উপদেষ্টা।
আধুনিক ও স্মার্ট গাজীপুর এর রূপকার,বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের আইকন,গাজীপুর সিটি কর্পোরেশন এর মাননীয় উপদেষ্টা:সাবেক মেয়র:আলহাজ্ব এড.জাহাঙ্গীর আলম মহোদয়
গাজীপুর মহানগর এর শিমুলতলীতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( DUET) এর ভাইস চ্যাঞ্চেলর এর সম্মেলন কক্ষে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন।
মাননীয় উপদেষ্টা মহোদয় বলেন, বাংলাদেশের জিডিপিতে গাজীপুর সিটির অবদান ১২% এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন,সাভার পৌরসভা,পূর্বাচল শহর এর সাথে সমন্বয় করে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন তরান্বিত হবে।
এছাড়া জলাবদ্ধতা নিরসনে গাজীপুর মহানগরের চারপাশে তুরাগ,বালু (চিলাই) নদীসহ সকল খাল,বিল,বনভূমি সংরক্ষণ করা হবে মন্তব্য করেন তিনি।
এর আগে মাননীয় উপদেষ্টা বোর্ডবাজার এর গাছা-৩ আঞ্চলিক কার্যালয়ে গাজীপুর এর হাইওয়ে সড়ক নির্মাণ এর অগ্রগতি বিষয়ে Asian Development Bank এর সংশ্লিষ্ট প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
মন্তব্য