রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
মুরারীপুর ব্রিজ এর পশ্চিম দিকে বামনগাও #ঈদগাহ_ময়দানে যাওয়ার রাস্তাটি আজ ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বোচাগঞ্জ থানা জনাব আব্দুর রাজ্জাক, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও স্থানীয় জনসাধারণসহ সকলের প্রচেষ্টায় জমির মালিকের উপস্থিতিতে এবং তার সাথে আলোচনাক্রমে সাধারণ মানুষের চলাচলের জন্য #জনস্বার্থে খুলে দেওয়া হয়েছে। একই সাথে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যারা বিষয়টি আমাদের নজরে এনেছিলেন এবং সাহায্য করেছেন। I
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এই রাস্তা দিয়ে ০৫ টি গ্রামের শত শত মানুষ উক্ত ঈদগাহ ময়দানে #ঈদের_নামাজ পড়তে আসেন। বিকল্প রাস্তা না থাকায় এবং পিছনের একটি ব্রিজ কয়েক বছর আগে প্রবল বর্ষায় ভেংগে যাওয়ায় এই রাস্তাটি বর্তমানে ঈদগাহ ময়দানে যাওয়ার একমাত্র রাস্তা। ঈদগাহ ময়দানে পৌছে আসন্ন ঈদের নামাজের প্রস্তুতির জন্য #ময়দান_মেরামতের প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করতে পারি।
এছাড়াও নিকটস্থ একটি #শ্মশানে যাওয়ার একমাত্র রাস্তা এটি।
আমরা আশা করছি সংশ্লিষ্ট জমির মালিকগণ #জনস্বার্থ বিবেচনায় রাস্তাটি সবসময় সাধারণ মানুষের চলাচলের জন্য #ভবিষ্যতেও উন্মুক্ত রাখবেন।
মন্তব্য