ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান মনির
গত সপ্তাহে মারা গেছেন আগজন্তিহার গ্রামের সাদা মনের মানুষ মোঃ মজিদ মিয়ার শাশুড়ি।
আজ (২৪ শে জানুয়ারি) পাবনা জেলার ফরিদপুর উপজেলার আগজন্তিহার গ্রামে মজিদ মিয়ার নিজ বাড়িতে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ থাকে যে, মজিদ মিয়ার শ্বশুর মারা গেছেন অনেক বছর আগে। গত সপ্তাহে মারা গেছেন তার শাশুড়ি। শ্বশুর বাড়ির পক্ষের কেউ না থাকায় সকল দায়-দায়িত্ব এসে যায় তার উপর। সেই দায়িত্বের কথা বিবেচনা করে এক সপ্তাহের মাথায় এই মিলাদ মাহফিলের আয়োজন করেন। উক্ত মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন আগজন্তিহার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোয়াজ্জেম হোসেন, জন্তিহার গ্রামের কৃতি সন্তান মাওলানা গোলাম সারোয়ার, মাওলানা মুফতি রুহুল আমিন, হাফেজ মোঃ আব্দুর রউফ এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন। মোনাজাত করেন হাফেজ আব্দুর রউফ। মিলাদ মাহফিলের দোয়া শেষে ভুরি ভোজে অংশগ্রহণ করেন চার শতাধিক দাওয়াতী লোক। ইসলামিক কালচারের দাওয়াতের খাবার খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে সবাই বাড়ি ফিরে যায়।
মন্তব্য