মুহাম্মদ সেলিম উদ্দিন
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা শাহজাদা সৈয়দ মুহাম্মদ শহিদুল্লাহ আলহাদীর সভাপতিত্বে গাজীপুর পূবাইল থানা হেফাজতে মসজিদের ইমাম রইস উদ্দিন হত্যার প্রতিবাদে ফটিকছড়ি সদর বিবিরহাট বাস স্টেশন এলাকায় ৩০ এপ্রিল বিকাল ৩ টায় আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা এবং সাধারণ জনতার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাতের নেতা এম জাহাঙ্গীর আলম,অধ্যাপক মুফতি খাজা আবু তাহের আলকাদেরী, হাফেজ আবদুল লতিফ চাটগামী,মাওলানা সাইফুর রহমান ফারুকী,কাজী দিদারুল আলম, হাবিবুল ইসলাম ভুইয়াঁ,ছাত্রনেতা শহিদুল্লাহ,মাওলানা আবদুল্লাহ আল মাছউদ কাদেরী,মাওলানা কাউসার ফয়েজী,আমানুল হক,ইরফান উদ্দিন প্রমুখ
বক্তারা বলেন- মাওলানা রইস উদ্দিন কে মিথ্যা অপবাদ দিয়ে অন্যয় ভাবে কিছু অশৃংখল সন্ত্রাসী গোষ্টি মারধর করে পুলিশের হাতে সোপর্দ করে পুলিশ তাকে বিনা চিকিৎসায় কারাগারে প্রেরন করলে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়,
বক্তারা আরো বলেন – এটা একটি পরিকল্পিত হত্যা এই হত্যার দায় সরকার এড়াতে পারে না,আমরা সুন্নীরা সন্ত্রাস নয়,আমরা সুফীবাদী, আমাদের খেফায়েন না আমরা সুন্নীয়ত রক্ষায় জীবন দিতে রাজি, যত দিন রইস হত্যার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক শাস্তি হবে না তত দিন আমরা মাঠে থাকবো।এবং পূবাইল থানার ওসি ও কনটেস্ট মিন্টুর অসাধ আচরণের প্রতি নিন্দা জানাই।
মানববন্ধন শেষে প্রতিকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল বিবিরহাট এলাকার বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষীন করে ফটিকছড়ি জামেউল উলুম ফাযিল মাদ্রাসায় এসে দোওয়া ও মোনাজাতের মাধ্যমে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাপ্তি হয়।
মন্তব্য