এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
রাঙামাটি পার্বত্য জেলার পৌর ও সদর উপজেলার ঐতিহ্যবাহী আনন্দ বিহারের দেশনালয়ে বুদ্ধ শাসনে শতাধিক কূলপুত্রের গণপ্রবজ্যা শ্রামণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ ২৫ মার্চ ২০২৫ মঙ্গলবার বেলা ২:০০ টায়, রাঙামাটি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী আনন্দ বিহারে রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখা পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশের আয়োজনে শতাধিক কুলপুত্রদের গণপ্রব্রজ্যা শ্রামণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই পবিত্র গণপ্রবজ্যা অনুষ্ঠানে ভিক্ষু সংঘের সংঘ প্রধান হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর সিনিয়র সভাপতি ও সংঘারাম বিহারের অধ্যক্ষ পরম পূজনীয় ভদন্ত শ্রদ্ধালংকার মহাথের। উপাধ্যায়ত্বে ছিলেন পার্বত্য ভিক্ষু সঙ্ঘ বাংলাদেশ (পাভিসবা)’র রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভদন্ত ধর্মেশ্বর থের।
বুদ্ধ শাসন চিরস্থায়ী হোক!
জগতের সকল প্রাণী সুখী হোক!
মন্তব্য