মোঃ ফয়সাল হোসেন,জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণ সভা২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুলাই) বেলা:১১ টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের নতুন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে স্মরণ সভায় অতিথী হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা, কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বেনজির আহমেদ,অফিসার সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, উপজেলা প্রকৌশলী নুর নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) তারিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ ( ভেটেনারি)অফিসার সাগর আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহাজান আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ,উপজেলা জামায়াতের আমীর ও আত্রাই ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল মাওলানা জি,এম ,আবদুল আওয়াল, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ,উপজেলা সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান। স্মরণ সভা শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মন্তব্য