মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩ নং রাইঘাটি ইউনিয়ন পারিলাডাঙ্গা ৯ নং ওয়ার্ড এলাকার সৌদি প্রবাসী জাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শামরোজ খাতুন (২৫), এর বাড়িতে স্থানীয় সন্ত্রাসিরা হামলা চালিয়ে মারপিট
ভাঙচুর লুটপাট করেছে। স্বামী প্রবাসী হওয়ায় টাকার লোভে সম্পর্ক ও কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শামরোজ খাতুন এর বাড়িতে গত রবিবার( ১৩ই জুলাই ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টায়, এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে ও ভুক্তভোগী শামরোজ এর বক্তব্যে জানা যায়,সৌদি প্রবাসী জাহিদুলের স্ত্রী শামরোজ সাত বছরের মেয়ে জান্নাতুন ও এক বছরে ছয় মাসের ছেলে মোহাম্মদ কে সঙ্গে নিয়ে পারিলাডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে বসবাস করে আসছেন। স্বামী প্রবাসী হওয়া স্ত্রীর কাছে টাকা পয়সা থাকায়,সুযোগ পেয়ে একই এলাকার তাহার আলী ছেলে মোঃ ফয়সাল হোসেন (২৪), দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছেন প্রবাসীর স্ত্রীকে। বিষয়টি পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে অভিযোগ করলে সন্ত্রাসীরা সৌদি প্রবাসীর স্ত্রী শামরোজ কে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করেন। এই ঘটনার জের ধরে গত রবিবার বিএনপি নেতা মৃত ভেদু মন্ডলের ছেলে মহরম হোসেন এর নেতৃত্বে ১০-১২জন সমর্থক সন্ত্রাসী হামলাকারীরা প্রথমে প্রবাসীর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও বাড়িঘরে হামলা চালিয়ে তাকে এলোপাথাড়ি ভাবে চড় থাপ্পর কিলঘুশি লাথি ও বাঁশের লাঠি দিয়ে মারিয়া শরীরের বিভিন্ন জায়গায় ছেলাফোলা বেদনা দায়ক আঘাত করে। নরপিশাচের দল অবুঝ ছেলে মেয়েকেও আঘাত করতে ছাড়েনি। এ সময় প্রবাসীর স্ত্রী শামরোজ এর গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ছিনিয়া নেয় এবং শয়ন কক্ষে সুকেচের ডয়ারে থাকা নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রবাসীর স্ত্রী শামরোজ এর ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আশে এবং জরুরি সরকারি আইনি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা প্রবাসীর স্ত্রী গৃহবধূর শরীরে থাকা পোশাক জোরপূর্বক টানিয়া ছিড়িয়া বিবস্থ্য অবস্থায় “শ্লীলতাহানির”চেষ্টা করে এবং প্রাণ নাশের হুমকি প্রদান করে তাকে অজ্ঞান অবস্থায় পুসকুনিতে ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এমতাবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য রাস্তাই যাওয়ার পথে সন্ত্রাসীরা আবারও পথ অবরোধ করলে ঘটনাস্থানে পুলিশের টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে চিকিৎসাধীন অবস্থায় থানায় অভিযোগ করতে দেরি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লিক্স এর কর্তব্যরত চিকিৎসক তার সুস্থতার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী,আহত শামরোজের মা,ইউপি সদস্য মোছাঃ বিবিজান বেওয়া(৫০),বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, মৃত ওয়াহেদ বক্সের ছেলে মোঃ বকুল হোসেন (৪০),তাহার আলীর ছেলে, মোঃ আজাহার আলী (৩৫),বকুল হোসেনের ছেলে, মোঃ ফয়সাল হোসেন (২৪),আজাহার আলীর ছেলে, মোঃ সিফাত হোসেন (১৯),
রহমতুল্লাহার ছেলে মোঃমান্নান আলী(৩০), মৃত সেফার ছেলে রিয়াজ আলী(৫০), রিয়াজ আলীর ছেলে মোঃরনি হোসেন( ৩৫)আরো অজ্ঞাত ২/৩ জন। সর্বসাং- মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়ন,পারিলাডাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য