সোহেল খন্দকার (ঝালকাঠি)প্রতিনিধি:রাজাপুরে ডাব পারতে গিয়ে বৈদ্যুতিক শর্টলেগে ১১ জুলাই বিকেলে মহিদুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে,নিহত মহিদুল ইসলাম নারকেলবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তার হাওলাদার এর মেজো ছেলে।যানাযায় নিহত মহিদুল দীর্ঘদিন যাবত ডাবের ব্যবসার সাথে জড়িত ছিল প্রতিদিনের ন্যায় আজ বৃহস্পতিবার ডাব কিনার উদ্দেশ্যে বড়ইয়া নামক স্থানে গিয়ে ডাব ক্রয় করে নারিকেগাছে উঠলে নারিকেল গাছের পাশে থাকা ৬হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সাথে শর্ট গেলে নিচে পড়ে গিয়ে ঘটনা স্থলে তার মৃত্যু হয়,পরের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন,নিহত মহিদুল এর দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
মন্তব্য