ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে চতুর্থ পর্যায়ে ১৪১ পরিবারকে জমিসহ ঘর প্রদানের মধ্যে দিয়ে উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১৫৯ টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজাপুকেও ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। এ উপজেলায় জমিসহ ৫৯১ জনকে ঘর দেয়া হয়েছে৷
এ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে ইউএনওর নুসরাত জাহান খানের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন লতিফা জান্নাত, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রট খন্দকার ফারজানা নাজনীন সেতু ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য