(এস এম মনিরুজ্জামান আকাশ)
আত্মসমালোচনা মুলক লেখা___
জীবনে কোনদিন কোন মেয়ের সাথে দূর্ব্যাবহার করিনি!
তবুও বার বার আমিই দোষী হয়েছি!
যাক সে সব কথা!আমি আপনাকে ইয়ার্কি করে বলেছিলাম যে, আজকেই কথা বলা শেষ! আপনি সেটা আমলে নিয়ে যা করলেন আমৃত্যু অবধি মনে রবে বেদনার নিস্তেজ বালুচরে!
হয়তো আমাকে অপরাধী করে ফেললেন আপনারা!
আমি আপনাদের চোখে একটা অমানুষ হয়ে গেলাম!
আল্লাহ আমাকে ক্ষমা করলে আমার পাপ মুক্ত হবে।
আমি আগেই বলেছিলাম আমার মা সহজ সরল মানুষ, আমি সেই মায়ের সন্তান! আমার বাবাও জীবিত নেই, আমি একজন এতিম! আমি বড় লোক তথা ধনী লোকেদের কে পছন্দ করিনা। যাই হোক আমরন আমাকে আমার বিবেক বোধ তাড়া করে ফিরবে। সহজ সরল মানুষ হিসেবে সাদা মাটা জীবন যাপন করে আজ আমি সমাজের চোখে অপরাধী হলাম।
আল্লাহ তায়ালা তুমি আমাকে ও আমার আত্মাকে প্রশান্তি দান করো! পৃথিবীতে প্রচলিত শব্দ আছে যে, মন ভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা সমান কথা। আমি মনের অজাম্তে সহজ সরল মানুষ হয়েও সারা জীবন লোকের মঙ্গল কসমনা করে তোমার দরবারে মন ভাঙ্গার দায়ে দোষী হয়ে গেলাম!
আমি শান্তি পাচ্ছি না। বুকের ভেতরটা ভেঙ্গে যাচ্ছে।
আমি জীবনে চলার পথে ইচ্ছাকৃত ভাবে কোন লোকের এক পয়সা সমপরিমাণ ক্ষতি করিনি তবু্ও আজকে লজ্জা জনক ভাবে পরাজিত হলাম আমার বিবেকের কাছে।
আল্লাহর দরবারে জানিনা কোনদিন এই গোনাহ্ মাফ হবে কিনা!
শৈশব কৈশোর কেটেছে বাধ ভাঙ্গা দারিদ্র্যতায়, যৌবন কেটেছে উপার্জনের রাস্তায় ঘুরে বেড়িয়ে। তবুও শত সহস্র প্রচেষ্টা অব্যাহত রেখেছি শত লোকের উপকারের প্রত্যাশায়।
অহংকার করার মত প্রাচুর্য দেখিনি, গর্ব করার মত ধন সম্পদ-সম্পতিও নেই যে, যার বদৌলতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবো। জীবনের প্রতিটি মুহুর্ত, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি দিন থেকে শিক্ষা গ্রহন করেছি।
কিন্তু পারিপার্শ্বিক শিক্ষা গ্রহন বাকি ছিলো এটা আমার জানা ছিলো না।
আজকে সেই শিক্ষাটুকুও পেলাম, ওগো দয়াময় তুমি আমাকে ক্ষমা করো, আমার চোখে একটু প্রশান্তির ঘুম দাও! আমি তোমার রহমতের ছায়াতলে হেদায়েতের প্রত্যাশায় অপেক্ষমান তুমি আমাকে হেদায়েত দান করো।
আমি জীবনে চলার পথে মেয়েদের সাথে কথা বলতে না চাইলেও প্রয়োজনের তাগিদে বা কর্মসম্পৃক্ততায় কথা বলতেই হয়। আমি আর কোন মহিলার (নতুন মহিলা) সাথে কথা বলতে চাই না।
তুমি আমাকে জীবনের অসমাপ্ত দিনগুলো মহিলাদের খপ্পর থেকে রক্ষা করে হেফাজত করো যাতে কারো মন ভাঙ্গতে না পারি।
আমি তোমার রহমত-বরকত-ফজীলত থেকে নিরাশ হতে চাই না।(১৫ জুলাই ২০২৫)
এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক-গীতিকার,
পরিবেশ ও মানবাধিকার কর্মী,
পাবনা।
kdaakash2024pabna@gmail.com
মন্তব্য