বগুড়া জেলা প্রতিনিধি।
বগুড়ার শাজাহানপুরে যুব স্পোর্টিং ক্লাবের আয়োজনে কেরাম টূর্ণামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশ গ্রহণ করেন জহুরুল-আশরাফুল দল বনাম জনি-জহুরুল-২ দল।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টায় উপজেলার মাঝিড়া বাইপাসে যুব স্পোর্টিং ক্লাব চত্তরে এই ফাইনাল খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সজিবুল আলম সজিব, করতোয়া কেবল নেটওয়ার্কের স্বত্তাধিকারী জাবেরুল ইসলাম, যুব স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা যুবউন্নয়ন কর্মকর্তা মুঞ্জুরুল হক।
অন্যান্যের মধ্যে যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন রাজু, সাধারন সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ সানোায়ার হোসেন, সদস্য ইকবাল আহমেদ, আহমেদ, সেলিম হোসেন বিশু, আসাদুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে কেরাম প্রতিযোগিতার এই ফাইনাল খেলাটি ফেসবুক লাইভ স্ক্রিনিং প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় দেখানো ব্যবস্থা করে আয়োজক কমিটি। লাইভ স্ক্রিনিং কেরাম খেলা দেখতে শতাধিক ক্রীড়ামুদি দর্শক উপস্থিত ছিলেন।
মন্তব্য