নাদিম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা মোবারকপুর ইউনিয়নের সাহেব গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -১, শিবগঞ্জ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ নাজমুল হক নগদ অর্থ ও কাপড় বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব,শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান,মোবারকপুর ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোঃ নুরুল ইসলাম, হিটলার বিশ্বাসসহ আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাজমুল হক বলেন , তিনটি পরিবারে আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে, আমি সামান্য কিছু সহযোগিতা করতে পেরেছি এবং ভবিষ্যতে এই তিনটি পরিবারের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনাদের যেকোনো অসুবিধাই আমার সাথে যোগাযোগ করবেন আমি সাধ্যমত আপনাদের পাশে থাকার চেষ্টা করব।
নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০১৭৭৭২৫২৫৭৫
মন্তব্য