রাশিদা খাতুন কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুষ্টিয়া শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে চার দিনব্যাপী কবি গুরুর ১৬২ তম জন্মবার্ষিকী এ উপলক্ষ্যে ৮ মে( পঁচিশে বৈশাখ)- ২০২৩ সকাল ১০টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কুষ্টিয়ার জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভা উদ্বোধনী সংগীত এবং মেলা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য কুষ্টিয়া- ৩ আসনের মাহবুবুল আলম হানিফ ।
আরিফুল আরাফাত ও সিফাতুন নাহার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন আহমেদ, রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী , স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল , বাংলা বিভাগের অধ্যাপক সরোয়ার মুর্শেদ রতন,
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সংসদের পরিচালক এস এম আফজাল হোসেন আরো উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব নুরুল ইসলাম ।
কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির শিল্পী বৃন্দ উদ্বোধনী সংগীত ও কোরাস গান পরিবেশন করেন। পরবর্তীতে, আলোচনা সভা শেষে সকালের কর্মসমাপ্তি ঘোষণা করা হয় ।
দুপুর ২ টায় কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শিল্পী বৃন্দ , বাংলাদেশ ভারত সাংস্কৃতিক পরিষদ কুমারখালী, দৌলতপুরের বিভিন্ন শিল্পীরা গান পরিবেশন করেন। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্ঠিত হয়।
মন্তব্য