এ কে খান :
শেরপুর, ৬ জুলাই : শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নে ৬ জুলাই রবিবার আইসিবিসি প্রকল্পের এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সেবক, আনসার-ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিবিসি প্রকল্পের নানা দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। কলসপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এই সমাবেশে প্রকল্পের বাস্তবায়ন কারী সংস্থা টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে আইসিবিসি প্রকল্পের গুরুত্ব ও এর লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন। তিনি উপস্থিত অভিভাবকদের এ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন ও তাদের সক্রিয় অংশ গ্রহণ কামনা করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনগণের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। বক্তারা বলেন আইসিবিসি প্রকল্পটি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়। এই সমাবেশে বিপুল সংখ্যক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণি পেশার মানুষ, এনজিও কর্মী, সুবিধা ভোগী মানুষ, প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও স্থানীয় গন মাধ্যম প্রতিনিধি প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য