পাবনা জেলার ,ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান মনির
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলায় (৯ ই জানুয়ারি) বৃহস্পতিবার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের শিক্ষক মিলনায়তনে সকাল ১১ ঘটিকার সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শাহজাহান আলী’র মৃত্যুতে গভীর শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিলে মৃত ব্যক্তির জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। আর শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন। এবং মৃত ব্যক্তির রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এই
শোকসভার প্রধান অতিথি ছিলেন মোঃ লতিফ মিয়া। অধ্যক্ষ সরকারি হাজি জামাল উদ্দিন ডিগ্রী কলেজ।
বিশেষ অতিথি মাহবুব -উল -আলম বাবলু প্রেসক্লাবের সভাপতি।
সভাপতিত্ব করেন, মোঃ সোহায়েল বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে দোয়া ও মাহফিল সম্পন্ন করেন। আলোচনা এবং দোয়া মাহফিল শেষে সকলের মাঝে মিষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়।
মন্তব্য