ইয়াসিন আহমেদ শরিফ
(শ্রীমঙ্গল প্রতিনিধি)
মৌলভীবাজারে শ্রীমঙ্গলে “সাধারণ ছাত্র জনতা” ব্যানারে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং অপরাধীদের দ্রুত বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে,( ১৩ জুলাই) বিকাল সাড়েচার ঘটিকার সময় শ্রীমঙ্গল শহরের চৌমুহনী পয়েন্টে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন, এবং মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীমঙ্গল সহ মৌলভীবাজার জেলায় দিন দিন চাঁদাবাজি, সন্ত্রাস, অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে,
সাধারণ মানুষের নিরাপত্তা আজ হুমকির মুখে, বক্তারা দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন এনসিপি মৌলভীবাজার জেলা সদস্য নিলয় রশিদ, গণধিকার পরিষদ শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন, সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা আহ্বায়ক নাঈম হাসান,
তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পদাদক মোঃ শায়েল আহমেদ,বাংলাদেশ খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলার প্রশিক্ষণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, এনসিপি শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি ইমরান হাসান প্রমুখ
বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে শ্রীমঙ্গলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য।
মন্তব্য