এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি(অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
আল্লাহ মানুষকে যত কিছু করেছেন দান-
তার মাঝে তুলনায় যে শ্রেষ্ঠ হলো সন্তান,
ভবে মা-বাবার কোল জুড়ে সন্তান এলে-
শত দুঃখ-কষ্টেও যে সংসারে শান্তি মেলে ।
সন্তান যখন আম্মু আব্বু বলে ডাকে-
মাতা-পিতার বুকে কোন দুঃখ নাহি থাকে,
স্বপ্ন দেখে মাতা-পিতা সন্তানের তরে-
দাও প্রভু সৌভাগ্য ওদের জন্য গড়ে !
কত স্বপ্ন কত আশা সন্তানদের ঘিরে-
রাঙাবে স্বপ্ন রেখা পিতা-মাতার সংসারে,
বিন্দু-বিন্দু স্বপ্নে যে সন্তানদের বড় করে-
আশায় বুক বাধে মাতা-পিতা অন্তরে।
ধীরে-ধীরে সন্তান বেড়ে উঠে হয় বড় যখন-
প্রত্যাশার ক্ষেতে স্বপ্নে ফসল ফলে তখন,
বুঝতে শেখে ভাল-মন্দ সন্তান নিজের-
সঙ্গে সঙ্গে প্রয়োজন পড়ে তার কাজের।
শিক্ষা-দীক্ষা সৌজন্যতা শিক্ষা দিয়ে-
সংসার গড়ার বলয়ে সন্তানকে দেয় বিয়ে,
বউ আসে সংসারে বুদ্ধি চাপে ঘাড়ে-
অশান্তি বাধে তখন পিতা-মাতার সংসারে।
যায় দিন দুঃখ-সুখে ঘাত-প্রতিঘাতে-
প্রাধান্য থাকেনা তখন পিতা-মাতার হাতে,
পায় তখন পিতা-মাতা সন্তানের করুণ ব্যবহার-
প্রিয় সন্তানের কাছে ছিল কি তাদের এই তো পাওয়ার……?
(রচনাকালঃ ১২ই ফেব্রুয়ারী২০০৮ঈশায়ী,
রাত-১২:৩৫_১২:৫০, মহকক,চাটমোহর,পাবনা-৬৬১০)
মন্তব্য