পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- গত ০৩-০৭-২০২৫ খ্রিঃ রাত ০২:০০ ঘটিকার পর জনৈক ইব্রাহিম(৩৫) পিতা-মৃত শহীদ আলী,গ্রাম- রুদ্র গ্রাম,পোস্ট, অফিস-দিঘীরহাট, থানা- সাপাহার, নওগাঁ গরু নিতে ভারতে প্রবেশ করলে বিএসএফ গুলি করিলে সীমান্ত ২২৯ নং পিলারের কাছে সে মারা যায়।
মৃত ইব্রাহিম এর লাশ বর্তমানে বুলবুলি চন্ডি হাসপাতাল, থানা-হবিপুর, জেলা- মালদহ, ভারতে নিয়েছেন।
ইব্রাহিমের মরদেহ আজ সন্ধা ১৯:০০ ঘটিকার সময় 232 এর 4F পিলার বরাবর হাপানিয়া বিজিবি ক্যাম্প, সাপাহারের মাধ্যমে হস্তান্তর করা হবে বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়।
মন্তব্য