মো: রিপন প্রমাণিক কুষ্টিয়া প্রতিনিধি।
গনঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান এর বিরুদ্ধে জাতীয় পার্টির নেতৃবৃন্দ কর্তৃক মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গত (০৪ জুলাই) রোজ শুক্রবার আনুমানিক রাত আটটার সময় কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে মশাল মিছিলটি কুষ্টিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন থেকে শুরু হয়ে মজমপুর গেট পর্যন্ত অতিবাহিত হয়। পরবর্তী তে মজমপুর গেট সংলগ্ন আন্দোলনরত গনঅধিকার পরিষদের নেতৃবৃন্দরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তব্য রাখবে।
এসময় উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলা গন অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ,যুব অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি জিলহজ আহমেদ খান,সাধারণ সম্পাদক মিনহাজুল হক পাপ্পু,কুষ্টিয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রাজিজুল ইসলাম, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন,শ্রমিক অধিকার পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মিলন মালিথা,গন অধিকার পরিষদের কুষ্টিয়া পৌর শাখার সভাপতি এম এ সাহেদ ভিপি রঞ্জু,সাধারন সম্পাদক কাজী সাব্বির আহম্মেদ,কুষ্টিয়া সদর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ,সাধারন সম্পাদক আনোয়ার হোসেন তুফান ও সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন,কুমারখালী যুবঅধিকার পরিষদের উপজেলা সদস্য সচিব মো:রিপন প্রামানিক, কুমারখালী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি তানভীর আহমেদ রয়েল।
প্রসঙ্গত : গত ৩১ মে রাতে বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে জাপার কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়। ভাংচুরের ঘটনা নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় পার্টি (জাপা)র নেতৃবৃন্দরা আদালতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ২৫ জনের নাম উল্লেখ করে আরও দলটির ৭০-৮০ জন নেতাকর্মীদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন।
মন্তব্য