জেলা প্রতিনিধ(সিরাজগঞ্জ)
সিরাজেগঞ্জের শিয়ালকোলে গাঁজার গাছ সহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার চক শিয়ালকোল এলাকা থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ সদরের চক শিয়ালকোল এলাকার মৃত সামাদ শেখ এর ছেলে রফিকুল ইসলাম (৩৫)। রফিকুল দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা সহ গাঁজা বিক্রি করে আসছিল।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিরাজুল ইসলাম জানান, আসামী রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত গাঁজার ব্যবসা করে আসছিল এবং আমরা জানতে পারি তার বসতবাড়ির পিছনে গোপনে গাঁজার গাছ রোপন করেছে।
তিনি আরো বলে, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ আগস্ট রাত সারে ১১টার দিকে আমরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করি। অভিযানে উপজেলার চক শিয়ালকোল এলাকা থেকে ১০ কেজি গাঁজার গাছ সহ আসামী রফিকুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হই। আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন
মন্তব্য