সাদেকুল ইসলাম সোহেল, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৮ নং সাইতাড়া ইউনিয়নের পূর্ব সাইতাড়া গ্রামের জগন্নাথপুরে( ডাড়ার পাড়) সৌদি আরবের সাথে মিল রেখে আজকে রবিবার ( ৩০ মার্চ) পবিত্র ঈদ- উল- ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে,
প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ রোববার(৩০মার্চ)
সকাল ৯ টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় সাইতাঁড়া ইউনিয়নের জগন্নাথপুরে চিরিনদী ঈদগাহ মাঠে ঈদ- উল – ফিতরের নামাজ আদায় করেন । এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশুসহ প্রায় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। ঈদের জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম।
উপজেলার বিন্যাকুড়ি বাজার থেকে ঈদের নামাজ পড়তে আসা মুসল্লি মোশাররফ হোসেন বলেন সারাবিশ্বে একই দিনে ঈদ করে থাকে। লায়লাতুল ক্বদর যেহেতু একটা হবে দ্বিতীয় টা হবে না সেক্ষেত্রে আমরা লায়লাতুল ক্বদর মিল রেখে এক দিনে নামাজ পড়ে থাকি এবং সারা বিশ্বে একই দিনে ঈদ করার যে বিষয় টা যেহেতু বেশির ভাগ মুসলিম সারাবিশ্বে একই দিনে ঈদ করে সেক্ষেত্রে আমরা এটা পালন করি।
২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ কোরবানি পালন করি। পৃথিবীর প্রায় সব দেশে আজ ঈদ বাংলাদেশেও আজ অনেক জায়গায় ঈদ হচ্ছে একদিন আগেই ঈদের আনন্দ উপভোগ করতে পেরে ভালোই লাগছে।
চিরিনদী ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলী বলেন, আমরা সৌদির সাথে মিল রেখে ২০০৯ সাল থেকে রোজার ঈদ ও কোরবানির ঈদ পালন করি।
চিরি নদী ঈদগাহ মাঠের ইমাম মোহাম্মদ আব্দুল আলিম বলেন, আমরা বিগত কয়েক বছর ধরে সৌদির সঙ্গে মিল রেখে রোজা রাখি ঈদ ও কুরবানি উদযাপন করি। আমরা মনে করি, পৃথিবীর যে কোনো প্রান্তে ঈদের চাঁদ উঠলে ঈদের নামায পড়া যাবে বা কোরবানি করা যাবে। আমরা মুসলিম উম্মাকে একই দিনে ঈদ একই দিনে রোজা রাখার জন্য বিশেষ আহবান জানাবো।
২০০৯ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২৫ সালে এসে তা বেড়ে প্রায় ১০০ জনে পৌঁছে।
বিশেষত, অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি সেখানে লক্ষ্য করা গেছে।
প্রসঙ্গত, ২রা মার্চ ( দোসরা মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হয় আজকে ৩০ মার্চ ২৯ রমজান রোজ রবিবার চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার ( ৩১ মার্চ) মুসলিম সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ- উল- ফিতরের সালাত অনুষ্ঠিত হবে।
মন্তব্য