আশিকুর রহমান (রিয়াদ)
দোহারের ফুলতলা এলাকায় আসলেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কারি দুই যুবকের নাম ভেসে আসে সবার সামনে আদনান _ সেলিম। এরা সর্বদা অবহেলিত নির্য়াতিত মানুষ দের নিয়ে কাজ করে।পাশাপাশি রুখে দাঁরায় মাদক এবং চাঁদাবাজির বিরুদ্ধে।
ফুলতলা এলাকার সবাই তাদেরকে নিয়ে গর্ববোধ করে। যেখানে সবাভিক ভাবে যুবকরা একটু বয়স হলেই নষ্ট হয়ে যায় বিভিন্ন কারনে, সেখানে আদনান, সেলিম ও রাজ এদের মতো যুবকরা ফুলতলা এলাকায় দৃষ্টান্ত মূলক কাজ যাচ্ছে।
ফুলতালা এলাকায় গেলে জনসাধারণের মুখে শোনা এরা তাদের উন্নয়নমূলক কাজের জন্য কোন দল বা রাজনৈতিক কেডার দের সার্পট নেয় না কিন্তু ফুলতলা এলাকায় গেলে দেখা যায় তাদের সাথে ঘুরাঘুরি করে শতাধিক তরুণ প্রজন্ম এবং
সিনিয়র কিছু ব্যক্তি।
তাদের নিয়ে যেমন সুনাম আছে তেমনি কিছু মানুষ অগোচরে তাদের নিয়ে অনেক গুঞ্জন বের করে। তাদের নিয়ে অনেক কটু কথা এবং অভিযোগ রাখে।
কিন্তু এই বিষয় টা নিয়ে কথা বলতে গেলে ফুলতলা এলাকার নির্যাতিত,নিপিরিত, এবং সমাজ সেবকদের কাছে থেকে শোনা যায় এগুলো সব বনোয়াট এবং মিত্থা কথা, তারা আরোও যানায় এলাকায় তাদের ইমেজ নষ্ট করার জন্য এগুলো বলবেই, কিন্তু সত্যতা যাচাই করার দাইক্ত টা আপনাদের।
এই বিষয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা বলেন, আমরা এলাকার অবহেলিত মানুষ নিয়ে কাজ কি, বিভিন্ন ভাবে মানুষের পাশে দাঁড়াই, এবং আইনের সাহায্য সহযোগিতা নিয়ে মাদক এবং সন্ত্রাসদের বিরুদ্ধে কাজ করি, এই বিষয় টা নিয়ে কে কি বললো তা না দেখে আমরা সর্বদা কাজ করে যাবো সাথে আপনাদে সাহায্য কামনা করবো।
আদনান _ সেলিম রাজ এমন অনেকের বাবা-মা তাদের সন্তান দের এমন কাজ নিয়ে সন্তুষ্ট, এমন সন্তান সমাজ এবং দেশের জন্য অনেক দরকার। ফুলতলা এলাকার সবাই তাদের উজ্জ্বল ভবিষ্যত এবং দির্ঘায়ু কামনা করেন।
মন্তব্য