পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- নওগাঁর পোরশায় আজকে বিকেলে নওগাঁ ১৬ বিজিবির আয়োজনে মাদক দ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষে এক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয় নিতপুর সরকারি হাটে। এতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান আলোচক হিসেবে ১৬ বিজিবির নিতপুর কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ মাহফুজ রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমীরউদ্দিন বাবু পোরশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ কামরুজ্জামান সরকার বাবু, হাবিলদার মোঃ মিজানুর রহমান,ক্যাম্প বাবু মোঃ আসাদ আলী, প্রবীন ব্যাক্তি মোঃ শিশ মোহাম্মদ, মোঃ সাইফুল ইসলাম, শ্রী হরেরাম পাল সহ শতাধিক জনসাধারণ সভায় অংশ গ্রহন করেন। প্রধান আলোচক তার বক্তব্য বলেন মাদক একটি সামাজিক অপরাধ একে দমন করা আমার শুধু দায়িত্ব নয় আপনাদের দায়িত্ব এজন্য আপনারা সচেতন অভিভাবক আপনাদের সচেতন হতে হবে। আপনার সন্তান কে স্কুলে পাঠান। তিনি আরও বলেন মাদক একটি এমন বস্ত যা আপনার পরিবার কে ধ্বংস করে। আসুন আমরা সকলে ওয়াদা করি একটি মাদক মূক্ত সমাজ গড়া এবং অবৈধভাবে পাচার প্রতিরোধ করি।
মন্তব্য