এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ মোঃ দেলোয়ার হোসেন ও জাহানারা,ঝালকাঠি,
মোঃ জিয়াউর রহমান ও সাবিনা ইয়াসমীন,
বাগের হাট-কে উউসর্গীত)
আত্মায় বেসেছি ভালো আমি একা-একা,
তাইতো সখী তুমি মোরে করেছো পর!
আমি পাইনি কভুও যে সুখের দেখা,
তুমি এখন সুখ স্বপ্নে আছো বিভোর।
পাশে-পাশে থাকতে বিপদে-আপদে,
তুমি পাশে নেই বলে আজ জীবন ধুঁ-ধুঁ,
পাই ব্যথা দুঃখ-কষ্ট আজ পদে-পদে,
পেতে চাই তব আজোও নিজের করে শুধু…
হওনি প্রেমে আমার তুমি হয়েছো অপরের,
এ যেন আমার প্রতি তোমার প্রেম প্রতিশোধ,
পাইনি ভালোবাসা চেয়েও কেনো ভালোবাসা ঢের,
এ কেমন প্রেমিকের প্রতি প্রেম অবরোধ…
আমি একান্তই ভালোবেসেছি তাই বলে,
পাইনি তোমার মুখশ্রী দর্শন অনেক দিন,
আর হয়ত থাকবোনা বেশি দিন যাবো চলে,
ক্ষমা করে দিও আমায়; যেটুকু আছে প্রেম ঋণ!
আমি ভেবেছিলাম আপন বলে দুঃখ দিয়েছো,
আমার পরাজয় হোক চেয়েছো অন্তরে,
আমি চাইব ফিরে একটি বার তুমি যা নিয়েছো,
কেনো আমায় ভাবোনী কভুও একান্ত করে.
মন্তব্য