মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি:-
রাজশাহী মোহনপুর উপজেলায়
এমপিও স্কুল কলেজ ও মাদরাসা শিক্ষক কর্মচারীদের তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে।
এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাবদ এক হাজার টাকা , উৎসব ভাতা ৫০/,চিকিৎসা ভাতা ৫০০ টাকা,সহ তিন দফা দাবিতে উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষক কর্মচারীরা। সম্প্রতি একটি বিক্ষোভ মিছিল
মঙ্গলবার ২১( অক্টোবর) বেলা সাড়ে ১১ টায়,উপজেলা গেট সংলগ্ন মহাসড়ক পাশ জুড়ে শুরু করে পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলিম শেখ, কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আব্দুল আজিজ মাষ্টারসহ প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের সুযোগ সুবিধা বাড়াতে হবে। এই অবস্থায় আমাদের প্রাণের দাবি২০/
বাড়ি ভাড়া, উৎসব ভাতা ৭৫/, এক হাজার পাঁচ শত টাকা চিকিৎসা ভাতা প্রদানসহ ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত করণ, নন এমপিও শিক্ষকদের এমপিওভূক্তি এবং শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবি জানান। সমাবেশ শেষে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে দাবি আদায়ের স্মারকলিপি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও উপজেলা কমিশনার( ভূমি ) জোবায়দা সুলতানা বরাবর স্মারকলিপি জমা দেন। আগামীকাল মোহনপুর উপজেলার সকল এমপিও ভুক্ত বিষয়কে শিক্ষক কর্মশৃন্দ আবারও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন।
মন্তব্য