(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা ) সোমবার ২০ অক্টোবর ২০২৫ এর সকাল ১০টার দিকে
বাগেরহাট জেলার নতুন পুলিশ লাইন্সে ৫০ জন প্রশিক্ষনার্থীর অংশগ্রহণে আসন্ন নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের উপলক্ষে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ ব্যাচের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো. আসাদু জ্জামান মহোদয়।
পুলিশ সুপার মহোদয় ৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ ব্যাচের সমাপণী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত পুলিশ সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করেন।
এসময় বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আবু রাসেল সহ বাগেরহাট জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
মন্তব্য