সাখাওয়াত হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটেরে পাঁচবিবিতে মাদক ব্যবসার প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ীর হামলায় শামীম আহম্মেদের স্ত্রী মোছাঃ কারিমা খাতুন নামের এক গৃহবধূ হাত পা ভেঙে গুরুতর আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে উপজেলার মাধখুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আদালতে মামলা করলে বাদিনীকে স্ব-পরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। ফলে নিরাপত্তা ও প্রতিকার চেয়ে ১৮ই অক্টোবর শনিবার দুপুরে মাধখুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী আহত গৃহবধূ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ মোছাঃ কারিমা খাতুন বলেন,একই গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ রিপন, ফয়েজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান,তার স্ত্রী ফরিদা ও কন্যা রুমা এলাকার চিহ্নিত মাদকব্যবসায়ী। তার বাড়ীতে মাদক সেবনকারীদের চলাফেরার কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামের অনেক ছোট বড় ছেলেরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে।এ করনে আমি এর প্রতিবাদ করলে গত সোমবার রাতে উল্লেখিত মাদক ব্যবসায়ীগণ লোহার রোডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে আমাকে হাত পা ভেঙে গুরুতর আহত করে এবং এলোপাথারি মারপিট করে পড়নের কাপর ছিঁড়ে আমার শ্রীলতাহানী ঘটায়। হাসপাতালে চিকিৎসাধীন থাকার ২ দিন পর আবশেষে গত ১৬ অক্টোবর জয়পুরহাট আমলী আদালতে ২- এ একটি মামলা দায়ের করি।মামলার পর থেকে উক্ত মাদক ব্যবসায়ীরা আমাকে ও আমার পরিবারবর্গকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণাশের হুমকি দিচ্ছে।ফলে আমারা স্ব-পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছি।
তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলতে গেলে লুৎফর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, আমাদের বিরুদ্ধে তাদের আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
মন্তব্য