নিজস্ব প্রতিনিধি:
শনিবার বিকেল ৫টায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় দোকানপাট সাপ্তাহিক বন্ধের দাবিতে দোকানদার ও শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাস্তা অবরোধ করেন।
এলাকাজুড়ে বেশ কয়েক দিন ধরে জোরালো আলোচনায় থাকা সাপ্তাহিক বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করার দাবিতে শতশত দোকান কর্মচারী ও ব্যবসায়ী ব্যানার হাতে দাঁড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন।
তাদের প্রধান দাবি ছিল— “বাঁচার মতো বাঁচতে চাই, সাপ্তাহিক বন্ধ চাই”।
দোকানদারদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি না থাকায় কর্মচারী ও মালিক উভয়ে মানসিক ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই সরকারি/নির্বাহী আদেশ বাস্তবায়ন করে নির্দিষ্ট সাপ্তাহিক বন্ধ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচি চলাকালে উপস্থিত হন কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: বাবুল হোসেন। তিনি দোকানদারদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে আশ্বাস দেন যে শনিবার সাপ্তাহিক বন্ধের বিষয়টি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তার আশ্বাসের পর ব্যবসায়ীদের আহ্বানে তাদের রাস্তা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীরা জানান, নির্দিষ্ট সাপ্তাহিক ছুটি থাকলে বাজার ব্যবস্থাপনা আরও শৃঙ্খলিত হবে এবং কর্মীরা স্বস্তি নিয়ে কাজ করতে পারবেন। তাঁরা আশা করেন, প্রশাসন দ্রুত এই দাবিটি বাস্তবায়ন করবে।
মন্তব্য