(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার—এই প্রত্যয় ব্যক্ত করেছেন খুলনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
রবিবার (৯ নভেম্বর ২০২৫) খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী ইউনিয়নের হাড়িখালী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপি নেতা শরীফ শাহ কামাল তাজের আয়োজনে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা জনগণের হারানো অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষের বিজয় মানেই গণতন্ত্রের পুনরুদ্ধার। জনগণই দেশের মালিক—আমরা তাদের অধিকার ফেরাতে মাঠে থাকব এবং প্রতিটি ষড়যন্ত্র প্রতিহত করব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরও বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট—এই দেশের মানুষ যেন আবার স্বাধীনভাবে ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে। এজন্য বিএনপি জনগণের পাশে থেকে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওছার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সাবেক সদস্য সচিব এফ. এম. হাবিবুর রহমান, ইকরাম হোসেন জমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মোল্লা হুমায়ূন কবির, বিল্লাল হোসেন, মিল্টন হোসেন মুন্সী, আজিজুর রহমান আজিবর, জেলা যুবদল নেতা গোলাম মোস্তফা তুহিন, উপজেলা যুবদল নেতা গোলাম মোস্তফা ভূট্টো, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সী, কৃষক দল নেতা রাজু চৌধুরী, শামীম আহমেদ রমিজ, সাবু মোল্লা, আমিনুল ইসলাম আমিন, সাব্বির আহমেদ টগর, মেহেদী চৌধুরীসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরে আজিজুল বারী হেলাল উপজেলার নৌকাডুবি এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নামযজ্ঞ অনুষ্ঠানে যোগ দেন এবং আটলিয়া মাদ্রাসায় আয়োজিত ওয়াজ মাহফিলে অংশ নিয়ে ধর্মীয় ও সামাজিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য