কলকাতা প্রতিনিধি মনোয়ার ইমাম
আজকের চা চক্র ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়ে এস আই আর নিয়ে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের সভাপতি ইমরান হাসান মোল্লা এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য তৌফিক আহমেদ মোল্লা ওরফে বাচ্চু এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ এর সদস্য শ্রীমতী তন্দ্রা পুরকায়স্থ এবং মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর সদস্য অসিম হালদার ও সাদিক হোসেন ভোলা এবং মগরাহাট পশ্চিমের ব্লক যুব তৃনমূল দলের নেতা ও কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাদিক হোসেন মোল্লা ও উস্তি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী জ্যোস্না হাজরা এবং অন্যান্য ব্লক ও অঞ্চল তৃনমূল পর্যায়ের নেতা ও কর্মীরা।
এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মগরাহাট পশ্চিমের ব্লক তৃনমূল দলের যুব সভাপতি ইমরান হাসান মোল্লা।।
মন্তব্য