স্টাফ রিপোর্টার।
মুক্তাগাছা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহীনুর আলম সম্প্রতি কিছু অনলাইন ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত “দেলোয়ার সাহেদ ২৩ জনকে নিয়ে বিএনপিতে যোগদান করেছেন” — এ সংক্রান্ত সংবাদকে মিথ্যা, অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
রবিবার দুপুরে তিনি এক জরুরি সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান।
অদ্য সোমবার ১৭ ই নভেম্বর ২০২৫ ইং উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা’র মিলনায়তনে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে
গণ অধিকার পরিষদ মুক্তাগাছা উপজেলা শাখার সভাপতি শাহীনুর আলম বলেন,
“দলের বহিষ্কৃত নেতা দেলোয়ার সাহেদ ২৩ জনকে নিয়ে বিএনপিতে যোগদান করেছে—এ বক্তব্য সম্পূর্ণ মনগড়া। প্রকৃতপক্ষে মাত্র ৩ জন যোগদান করেছে। সংখ্যা বাড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।”
তিনি জানান, খেরুয়াজানি ইউনিয়নের ধানের শীষের নির্বাচনি মতবিনিময় সভায় যে উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে, তা অত্যন্ত সীমিত; কয়েকজন স্থানীয় ব্যক্তি ছাড়া উল্লেখযোগ্য কেউ সেখানে ছিলেন না।
শাহীনুর আলম আরও অভিযোগ করেন—
“সংবাদে যেসব ২৩ জনের তালিকা প্রকাশ করা হয়েছে, এদের অনেকেই গণঅধিকার পরিষদের কর্মীই নন। আমাদের নেতা-কর্মীদের বিব্রত করা এবং সংগঠনকে দুর্বল দেখানোর উদ্দেশ্যে একটি মহল এসব ভুয়া তথ্য ছড়াচ্ছে।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,
“এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধ না হলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
সংবাদ সম্মেলনের শেষে তিনি গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানান।
একই সঙ্গে ভুল তথ্য ছড়ানোর কারণে সাধারণ নেতা-কর্মীদের মাঝে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য তিনি গভীর দুঃখ প্রকাশ করেন।
মন্তব্য