পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে সকাল ১১ টায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ /২০২৫ পালন করা হয়েছে এ উপলক্ষে এক বিশাল Rally বের করা হয় Rally টি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে নিজ কার্যালয়ে সামনে এসে সমাপ্ত হয় Rally তে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম। Rally শেষে এবারের প্রতিপাদ্য বিষয় দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণি সম্পদ হবে উন্নতি এর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট অফিস চত্বরে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোসাঃ নাবিলা ফেরদৌস অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ,পোরশা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন ডাক্তার মোঃ গোলাপ হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম শেখ, ইউ আর সি কর্মকর্তা, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর প্রধান হামিম,সহ কর্মকর্তা বৃন্দ সাংবাদিক বৃন্দ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। কর্মসূচি স্কুল ফিডিং, প্রাণিস্পদ প্রদর্শণী, গবাদিপশু মুরগির ফ্রি চিকিৎসা, ফ্রি ভেটেনারি মেডিকেল ক্যাম্প, প্রাণি সম্পদের টেকসই উন্নয়নের তরুণ ও নারী উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশী জনের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা।
মন্তব্য