(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি)
২৯ নভেম্বর ’২০২৫ শনিবার সকাল এগারো ঘটিকার সময় পাবনার চর আশুতোষপুরস্থ রানা ইকো রিসোর্ট পার্কে বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ খোন্দকার এর উদ্যোগে পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে পাবনা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয় ।
উক্ত মিলনমেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পাবনা জেলা বারের সর্বজৈষ্ঠ সদস্য বিজ্ঞ সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম খান।
সংবিধান প্রনয়ন কমিটির সদস্য, সাবেক সাংসদ ও তিন মেয়াদের পাবনা বার সমিতির সাবেক সভাপতি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ জহির আলী কাদেরী।
পাবনা বার সমিতির সাবেক সভাপতি, পাবনস শহীদ আমিন উদ্দিন আইন কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট কবি ও গীতিকার বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আজিজুল হক।
উত্তর বঙ্গের প্রথম নোটারী পাবলিক বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ গোলাম সরোয়ার খান জুয়েল।
পাবনা জেলা ও দায়রা জজ আদালতের জিপি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ আরশেদ আলম।
সাবেক পিপি বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ সহ আরো বিজ্ঞ সিনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন।
বিজ্ঞ সিনিয়র আইনজীবীদের অংশ গ্রহণে অন্ধের হাঁড়ি ভাঙ্গা খেলা ও বিজ্ঞ মহিলা আইনজীবীদের অংশ গ্রহণে অন্ধের হাঁড়ি ভাঙ্গা ও সুঁচে সুতা পড়ানো খেলাটি সকল আইনজীবীগন সানন্দ চিত্তে উপভোগ করেন।
এছাড়া কবিতা আবৃত্তি, গান পরিবেশন সহ কৌতুক পরিবেশন করেন বিজ্ঞ আইনজীবীগন।
মিলন মেলায় জোহর নামাজের বিরতির পর প্রীতিভোজ শেষে শুরু হয় অতিথি মহোদয়গনের দিকনির্দেশনা মুলক বক্তব্য। বক্তব্য রাখেন পাবনা জেলা বারের সবচেয়ে সিনিয়র বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ আব্দুর রহিম খান।
সবচেয়ে প্রবীণ সদস্য সাবেক সাংসদ সংবিধান প্রনয়ন কমিটির সদস্য,পাবনা বারের তিন বারের সাবেক সভাপতি- বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব জহির আলী কাদেরী।
আরো বক্তব্য রাখেন পাবনা জেলা বারের সাবেক সভাপতি ও শহীদ আমিন উদ্দিন আইন কলেজের সুযোগ্য অধ্যক্ষ বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট, বিশিষ্ট কবি ও গীতিকার আলহাজ্ব মোঃ আজিজুল হক।
অন্ধের হাঁড়ি ভাঙ্গা (পুরুষ)খেলায় বিজয়ী হন
বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেট মোঃ মাসুদ খোন্দকার ও
বিজ্ঞ অ্যাডভোকেট মোঃ বেলাল হোসেন।
অন্ধের হাঁড়ি ভাঙ্গা (মহিলা) খেলায় বিজয়ী হন
বিজ্ঞ অ্যাডভোকেট শামীমা নাসরিন টুম্পা,
বিজ্ঞ অ্যাডভোকেট মনিরা
বিজ্ঞ অ্যাডভোকেট বীথিকা খোন্দকার ।
সুঁচে সুতা পড়ানো খেলায় বিজয়ী হন প্রথম হন
বিজ্ঞ অ্যাডভোকেট নীলা, যৌথ ভাবে দ্বিতীয় হন
বিজ্ঞ অ্যাডভোকেট আজিজা তামান্না স্বর্ণা,
বিজ্ঞ অ্যাডভোকেট মুসলিমা খাতুন,
তৃতীয় হন
বিজ্ঞ অ্যাডভোকেট মুর্শিদা খাতুন।
অনুষ্ঠান শেষে কেক কাটা হয় ও লাকী কুপনের মাধ্যমে ত্রিশ জন কে পুরুষ্কৃত করা হয়।
সকল অতিথি ও বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য