সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবির গরীব অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলার সকল দপ্তর প্রধান, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক মোঃ আল- মামুন মিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নিয়ামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডাঃ সুজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী ও সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই। অবশেষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও কওমি মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থীদের শীত নিবারণের জন্য শীতের কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মহোদয় সহ অতিথিরা।
মন্তব্য