মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
ভেজাল ঔষুধ নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে গোলাম রব্বানী ট্রেডার্সের মালিক গোলাম রব্বানীর ৫০ হাজার টাকা জরিমানা করেছে নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক সামছুল আলম। সোমবার দুপুরে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া সরকারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
নীলফামারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক সামছুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সরকাপাড়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল হান্নানের ছেলে গোলাম গোলাম রব্বানীর ঘরে তল্লাসী করে মানুষের গ্যাসের ট্যাবলেট,ক্যালসিয়াম ট্যাবলেট ও শিশুখাদ্য তৈরীর বিভিন্ন উপকরন পাওয়া যায়, জব্দ করা উপকরন সমুহ পুড়িয়ে ফেলে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা জরিমানা করে তাঁকে সতর্ক করা হয়।
মন্তব্য