(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি) ৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে
পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন এক অজ্ঞাতনামা নারী। মানসিকভাবে বিপর্যস্ত নারীটি কথা বলতে না পারায় মিলছে না তার নাম পরিচয়। তাকে নিয়ে বিপাকে পড়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
খবর বিশ্লেষণে জানা যায় যে, মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) রাতে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া ওই নারী, সালোয়ার কামিজ পড়া অবস্থায় ছিলো, বয়স আনুমানিক ৩০ বছর। গায়ের রঙ ফর্সা। ধারণা করা হচ্ছে তিনি বিবাহিত। তার কোন আত্মীয়-স্বজন তাকে হাসপাতালে ফেলে চলে গেছে। তারপর থেকে হাসপাতালের ইনএনটি বিভাগে ভর্তি আছেন তিনি।
পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের জন্য ফাউন্ডেশন এর সদস্যরা বুধবার (১০ ডিসেম্বর) রাতে তাকে হাসপাতালে দেখতে পান। তার খোঁজখবর নিয়ে নাম পরিচয় ঠিকানা জানার চেষ্টা করে। তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য বিভিন্নভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি কোনো কথা বলছেন না। দুঃখজনক ব্যাপার কাগজে কোন কিছু লিখে বোঝানোর চেষ্টা করলেও সেটাও সম্পূর্ণ লিখতে পারেননি। তার হাতের লেখা ও সুন্দর।
সংগঠনের মডারেটর কাওসার হোসেন বলেন, তিনি (রুগীনী) কিছু খাচ্ছেন না, কারো সাথে কোন কথা বলছেন না। তার চলাফেরা করতে কষ্ট হচ্ছে। ধারণা করা হচ্ছে, তিনি ভাল কোন ফ্যামিলির মেয়ে তিনি ভাল পরিবারের মেয়ে। তার উপরে মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর কারণে তিনি শারীরিক মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে আছেন। কিন্তু মানসিক বিপর্যস্ত দেখে হাসপাতালে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন মানসিক হাসপাতালে ভর্তি করার। কিন্তু তার নাম পরিচয় ঠিকানা না জানার কারণে সেখানেও ভর্তি করা সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রফিকুল হাসান বলেন, আমি মেডিসিন বিভাগের চিকিৎসকদের বলেছি তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। তার শারীরিক যে কোন চিকিৎসা আমরা দিব। কিন্তু তার যদি মানসিক সমস্যা থাকে তাহলে সেই চিকিৎসা তো আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়। তখন তো তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে হবে। রোগীর কিছু হলে এর দায়ভার কে নেবে বলেন। প্রশাসনের সাথে কথা বলে দেখি কি করা যায়।
এমন অবস্থায় তরুণীটির নাম পরিচয় জানা জরুরী। ছবির এই মেয়েটিকে যদি কেউ চিনে থাকেন তাহলে যোগাযোগ করুন। আপনাদের সহযোগিতায় মেয়েটি নতুন জীবন ফিরে পেতে পারে। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে।
যোগাযোগের জন্য মোবাইল নাম্বার
০১৭৮৮-২১১২৫৬ কাওছার,
মানুষের জন্য ফাউন্ডেশন, পাবনা।
মন্তব্য