গোদাগাড়ী প্রতিনিধি: মো: আতিকুর রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোঃ শরীফ উদ্দিনের সমর্থনে কাকনহাট এলাকায় ব্যাপক নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।
শুক্রবার বিকালে গোদাগাড়ী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান হিমেলের নেতৃত্বে কাকনহাট বাজার ও আশপাশের বিভিন্ন গ্রামে গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
প্রচারণায় অংশ নেন ছাত্রনেতা পরশ, আহাদুল্লাহ, তানিমসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে বলেন— “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।”
হিমেল তার বক্তব্যে বলেন,
“মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন স্যার একজন যোগ্য, সৎ ও নীতিবান মানুষ। তার নেতৃত্বে রাজশাহী-১ আসন উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। কাকনহাটের তরুণ সমাজ ধানের শীষের পক্ষে একযোগে মাঠে রয়েছে।”
এসময় নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন। পুরো এলাকায় নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
মন্তব্য