মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহিদ মিনারে এসে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মহাবুবুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোরশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ সাগর আলী, নায়েবে আমির মোঃ আব্দুর রহিম
উপজেলা সেক্রেটারি জনাব মোঃ শরিফুল ইসলাম, , সহকারী সেক্রেটারি মোঃ ইয়াদুল হক, মোঃ নুর নবীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য