পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর আসন থেকে এমপি প্রার্থী অধ্যাপক মোক্তার আলী-এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
সংসদীয় আসন ৯০ যশোর ০৬ কেশবপুর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মোক্তার আলী-এর পক্ষে বুধবার (১৭ ডিসেম্বর-২৫) দুপুর ৩ টায় কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন-এর নিকট থেকে ওই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
মনোনয়ন ফরম সংগ্রহ কালে উপস্থিত ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক সাইদুর রহমান সাইদ, কেশবপুর উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা রেজাউল, উপজেলা সহকারী সেক্রেটারি প্রভাষক তবিবুর রহমান। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুস সাত্তার। উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কৃষিবিদ তাজাম্মুল ইসলাম দীপু সহ নেতৃবৃন্দ।
ছবিঃ
১৭/১২/২৫
মন্তব্য